ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তীব্র প্রতিরোধের মুখে বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ

তীব্র প্রতিরোধের মুখে বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আপাতত স্থগিত রাখা হতে পারে। দুই দেশের মধ্যে উত্তেজনা এড়ানোর জন্য এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল শুক্রবার বিএসএফের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর এলাকায় বিএসএফ একটি একক–সারি কাঁটাতারের বেড়া বসানোর চেষ্টা করে। এ সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরদিন মঙ্গলবার সংক্ষিপ্ত সময়ের জন্য কাজ শুরু হলেও, বিকেলে দুই পক্ষের পতাকা বৈঠকের পর কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কাজ শুরু করতে পারেনি বিএসএফ।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এই বেড়া দেওয়ার কাজ জরুরি নয়, তাই আমরা অযথা উত্তেজনা, সংঘাত এবং বিভ্রান্তি এড়াতে কিছু সময়ের জন্য কাজ স্থগিত রেখেছি। কাজ শিগগিরই শুরু হবে, তবে আমরা কোনো সময়সীমা নির্ধারণ করছি না।’

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘অরক্ষিত’ এই অংশে গত দুই দিনে বিএসএফ মোতায়েন বাড়ানো হয়েছে। সীমান্তের কাছাকাছি ক্যাম্প অফিস স্থাপন করা হয়েছে এবং ২৪ ঘণ্টা টহল ও নজরদারি চালানো হচ্ছে।

ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে। চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। সীমান্তের ১২০০ গজের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্বপ্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সংবাদমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড় শ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এ ক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি।

সোমবার দুই দেশের বাহিনীর পতাকা-বৈঠক হলেও মঙ্গলবারে আবারও নির্মাণকাজ শুরু হয়। মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়।

এ নিয়ে মঙ্গলবার ও বুধবারে ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ভারতের দিকেও বিএসএফের সঙ্গে সেখানকার স্থানীয় লোকজন ছিল।

চাঁপাইনবাবগঞ্জের ঘটনার মতো একই সময়ে বুধবার নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তের ওপারে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি।

এ প্রসঙ্গে বিএসএফ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কিছু মিডিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে, তবে আমরা স্পষ্ট করছি যে, বৈষ্ণবনগরে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সাময়িকভাবে কাজ স্থগিত রেখেছি যাতে কোনো অতিরিক্ত উত্তেজনা না হয়।’

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর ৫০ শতাংশে বেড়া নেই। মালদায় ১৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ২৭ কিলোমিটারে কোনো বেড়া নেই। আর বৈষ্ণবনগরের ১ হাজার ২০০ মিটারে বেড়া নির্মাণ নিয়ে বিরোধ শুরু হয়েছে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের কর্মকর্তারা জানান, বৈষ্ণবনগরে গত বছর কাজ শুরু হয়েছিল, কিন্তু বর্ষার কারণে তা স্থগিত হয়। এক কর্মকর্তা বলেন, ‘এটি নতুন কাজ নয়। কয়েক মাস ধরে খারাপ আবহাওয়ার জন্য স্থগিত ছিল। কাজ পুনরায় শুরু করতে গিয়ে বিজিবির বিরোধিতার সম্মুখীন হয়েছি। তবে কাজ পুনরায় শুরু করব।’

বিজিবি,বিএসএফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত